সকল মেনু

গণ-অনশনে বিএনপি

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ৪ মে : খুন-গুম-অপহরণের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিএনপির গণ-অনশন শুরু হয়েছে।

রোববার সকাল সোয়া ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বিকেল ৪টায় অনশনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংহতি প্রকাশ করে যোগ দেবেন। একই সঙ্গে সারা দেশের মহানগর, জেলা, উপজেলায় একযোগে গণ-অনশন চলবে।

গত ২৮ এপ্রিল দলের যৌথ সভা শেষে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গণ-অনশনের কর্মসূচি ঘোষণা করেন।

অনশনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আবদুল মালেক প্রমুখ উপস্থিত আছেন।

বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে শরিক হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top