সকল মেনু

মৌলভীবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

 মৌলভীবাজার জেলা সংবাদদাতা: একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য মুক্ত গণমাধ্যম এই শ্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৌলভীবাজারে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস । শনিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব ও রেডিও পল্লীকন্ঠ এর উদ্যোগে দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক আব্দুল হামিদের সভাপতিত্বে ও প্রেসক্লাব সম্পাদক এস এম উমেদ আলী সঞ্চলনায় সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, রাধাপদ দেব সজল আকমল হোসেন নিপু, নুরুল ইসলাম শেফুল, নজরুল ইসলাম মুহিব। স্বাগত বক্তব্য রাখেন রেডিও পল্লি কন্ঠের ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান।পরে মুক্ত আলোচনায় অংশনেন সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, ডাঃ ছাদিক আহমদ, এম শাহজাহান আহমদ, সালেহ এলাহী কুটি, আহমেদ ফারুক মিল্লাদ, রেডিও পল্লীকন্ঠের প্রতিনিধি শারমিন শিপা, জন্টু কান্তি ধর প্রমূখ। সেমিনারে বক্তারা বলেন যে দেশে গনমাধ্যম যত মুক্ত সে দেশ তত উন্নত। আমাদের দেশের সাংবাদিকরা মুক্তভাবে মত প্রকাশ করতে গিয়ে বাধায় পড়তে হয়। গনমাধ্যম কর্মিদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্ঠি করতে পারলে সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে উঠবে। এছাড়াও এমএমসির উদ্দ্যেগে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top