সকল মেনু

কালের কন্ঠের সাবেক সম্পাদক আবেদ খানের হাজিরা

 এসএস মিঠু ,জয়পুরহাট : জয়পুরহাটে আওয়ামী লীগ নেতাদের দায়ের করা মানহানির মামলায় কালের কন্ঠের সাবেক সম্পাদক ও বিশিষ্ট কলামিষ্ট আবেদ খান বুধবার আদালতে হাজিরা দিয়েছেন ।  গত ২০১১ সালের ৩০অক্টোবর এবং ১,২ ও ৩ নভেম্বর কালের কন্ঠে তৎকালীন অপরাধ বিষয়ক প্রতিবেদক পারভেজ খানের জয়পুরহাট ও দিনাজপুরের হিলি সীমান্তে অস্ত্র ও ফেনসিডিল চোরাচালানীতে আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততা উল্লেখ করে প্রকাশিত সিরিজ রিপোর্টের  প্রতিবাদে স্থানীয় আ’লীগের তিন নেতা  সম্পাদক আবেদ খান, প্রকাশক মহিউদ্দিন ও তৎকালীন প্রতিবেদক পারভেজ খান কে আসামী পৃথক তিনটি মামলা দায়ের করেন। এ ঘটনার প্রায় আড়াই বছর পর বুধবার দুপুর ১টায় আবেদ খান জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক নুরুজ্জামানের আদালতে হাজিরা দেন। ওই সময় তাঁর সাথে কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী ছাড়াও তপন কুমার খাঁ,অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ,মোস্তাকিম ফাররোখ, শাহজাহান সিরাজ মিঠু, খম আব্দুর রহমান রণি,শফিকুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে তিনি জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডলের অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে  মফস্বল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top