সকল মেনু

মানহানির মামলায় জামিন নিলেন যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকসহ দুই সাংবাদিক

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: মানহানির মামলায় বুধবার  সকালে চাঁদপুরের আদালতে হাজির হয়ে  জামিন নিলেন ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও চিফ রিপোর্টার এনামুল আবেদীন। মামলার অপর দুই বিবাদী যুগান্তর পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এবং বার্তা সম্পাদক আঃ রহমানকে পরবর্তী তারিখে আদালতে হাজির হবার নির্দেশ দেয়া হয়েছে। চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী মাদ্রাসার একটি ইসলামি জলশায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের উপর মুসল্লীদের হামলার উপর যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে গত ১১ মার্চ চাঁদপুরের আদালতে যুগান্তর পত্রিকার প্রকাশকসহ চার জনের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়। কচুয়ার আ’লীগ নেতা এনামুল হক শামীম বাদি হয়ে ওই মামলাটি দায়ের করে। এর প্রেক্ষিতে আদালত বিবাদীদের আদালতে হাজির হবার জন্য সমন জারি করলে  বুধবার সকালে  পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও চিফ রিপোর্টার এনামুল আবেদীন চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অসিম কুমার দে’র আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। মামলার অপর দুই বিবাদী অসুস্থ্যতার কারণে আদালতে হাজির হতে না পারায় তাদের পরবর্তী তারিখে আদালতে হাজির হতে বলা হয়েছে। সাংবাদিকদের পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিম আকবর। তাকে সহায়তা করেন প্রায় ২৫ জন আইনজীবী। এ সময় চাঁদপুরের বিপুল সংখ্যক সাংবাদিক আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top