সকল মেনু

দিনাজপুর জিলা স্কুলের ৪২ জন মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান

নুরন্নবী বাবু.দিনাজপুর প্রতিনিধি ২৯ এপ্রিল ২০১৪ : মঙ্গলবার সকালে দিনাজপুর জিলা স্কুলের ৪২জন মেধাবী ছাত্রের মাঝে ডাক্তার সামসুল আলম স্কলারশীপ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে স্কলারশীপ প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তৌফিক এলাহী। আমেরিকা প্রবাসী দিনাজপুরের ডাক্তার সামসুল আলম বলেন, ২০১১ সালে দিনাজপুর জিলা স্কুলের মেধাবী ছাত্রদের জন্য এককালীন ১০ লাখ টাকা প্রদান করা হয়। “ডাক্তার সামসুল আলম স্কলারশীপ” নামে প্রতি বছর ওই টাকার বাৎসরিক মুনাফা হতে ৪২ জন মেধাবী ছাত্রকে অর্থ সহায়তা প্রদান করা হয়। ডাক্তার সামসুল আলম ২০১৩ সালের ডিসেম্বরে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়েও এককালিন ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন।  দিনাজপুরে ব্যক্তি উদ্যোগে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য এত বিশাল অংকের টাকার অনুদান এটিই প্রথম।  জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টাচার্য্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top