সকল মেনু

বাঘমারা বন ক্যাম্প থেকে ১৬টি আগর গাছ চুরি

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ফুলবাড়ি বাঘমারা বনক্যাম্প সংলগ্ন এলাকা থেকে রোববার দিবাগত রাতে ১৬টি আগর গাছ চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল এখন উদ্বিগ্ন। জানা যায়, উপজেলার ফুলবাড়ি এলাকার বাঘমারা বন ক্যাম্পের সাথে টিলার পেট থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সের ১৬টি আগর গাছ কেটে চুরি করে নেয়া হয়। ওই বন ক্যাম্পে মাত্র দু’জন বনকর্মী থাকলেও কাঠ চোর দলের সিন্ডিকেট চক্রের সাথে পেরে উঠছেনা। জাতীয় উদ্যান এলাকার ভেতরের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন প্রতিনিয়ত মূল্যবান গাছ গাছালি চুরি হচ্ছে। পড়ে থাকা গাছের গুড়ি কালের সাক্ষী হয়ে আছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সচেতন মহল ও বন বিভাগের কর্মীরা জানান, বনবিভাগের স্বল্প জনবলের কারনে ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী কতিপয় বন খেঁকোরা দেদারছে সেগুন, চাপালিশ, আকাশমনি, আগর, লোহাকাঠ সহ মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে।  এ বিষয়ে বাঘমারা বনবিটের দায়িত্বরত বিট কর্মকর্তা মাহমুদুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী) মাহবুবুর রহমান আগর গাছ চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top