সকল মেনু

কুড়িগ্রামে আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  কুড়িগ্রামে স্থানীয় এনজিও এফএডি (আফাদ) এর আয়োজনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহায়তায় আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী বিজয়স্তম্ভ চত্বরে এফএডির নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমিনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড আখতার হোসেন আজাদ। এসময় আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন লোকমান হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন,  সাবেক মেয়র কাজিউল ইসলাম, দুপ্রক সভাপতি সামিউল হক নান্টু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
মেলায় কুড়িগ্রাম সদরের ১৪ টি স্কুল ও উলিপুরের ৬টি স্কুলের বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিষয়ের প্রদর্শনীর আয়োজন করে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top