সকল মেনু

অবশেষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি শুরু

 ড. জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: অবশেষে দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সোমবার দুপুরে পন্য আমদানি রপ্তানির উদ্বোধন করেন রংপুর কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট কমিশনার মুজিবুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাহাট স্থল বন্দর সুপারিনটেন্ডেন্ট এসএম জাকির হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিব, সিএন্ডএফ এ্যাসোসিয়েশন সভাপতি বিনয় কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক সরকার রাকিব হাসান জয়েল প্রমূখ।
প্রথম দিনে নিশিতা এন্টারপ্রাইজের ১৮ এবং এবি ব্রাদার্স ইন্টারন্যাশনালের ১০ মেট্রিক টন কয়লা ভারত থেকে বাংলাদেশে আসে।
এর আগে গত বছরের ৪ সেপ্টেম্বর এ সোনাহাট স্থল ও শুল্ক বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জটিলতায় এতদিন পণ্য আমদানি রপ্তানি বন্ধ ছিল।
প্রাথমিকভাবে এ বন্দর দিয়ে পাথর, কয়লা, তাজা ফল, ভুট্টা, গম, চাল, ডাল, রসুন, আদা ও পেঁয়াজসহ ১০টি পণ্য আমদানি ও সব ধরনের পণ্য রপ্তানির কথা থাকলেও প্রথম অবস্থায় রপ্তানি হবেনা বলে জানান কাস্টমস এন্ড ভ্যাট কর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top