সকল মেনু

মৌলভীবাজার সদর উপজেলা চ্যাম্পিয়ন

 মৌলভীবাজার প্রতিনিধি: জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সুমা ফুডের সহযোগিতায় মৌলভীবাজার স্টেডিয়ামে গত রোববার থেকে শুরু হয়েছে পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৪ সমাপ্ত হয়েছে। উল্লেখ্য,নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি গত ২০এপ্রিল ২০১৪খ্রিঃ তারিখে শুরু হয়। ২৭ এপ্রিল ২০১৪ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে রাজনগর উপজেলা ২৯ ওভারে ৭৯ রান করতে সমর্থ্য হয়। মৌলভীবাজার সদর উপজেলা মাত্র ১১ ওভার ০৩ বল খেলে ০৩ উইকেটের বিনিময়ে ৮২ রান করে ৭ উইকেটে জয়ী হয়ে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব তোফায়েল আহাম্মদ এবং জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল হাসান চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন এবং মেডেল বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব মেজবাউর রহমান এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জনাব ফজলূুর রহমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সুমা ফুডের সৌজন্যে এ টুর্ণামেন্টে জেলার ৭টি উপজেলা ও ১টি পৌরসভা সহ মোট ৮টি দল অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top