সকল মেনু

মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়ন কর্মসুচির উদ্বোধনে-সৈয়দ মহসীন আলী

মৌলভীবাজার প্রতিনিধি,২৮এপ্রিল:  মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫ দিন ব্যাপী মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রশিক্ষন কর্মসুচি শুরু হয়েছে। রোববার দূপুরে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন, সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রানালয়ের আইসিটি ডিভিশনের যুগ্ন সচিব কামাল উদ্দিন আহমদ। প্রশিক্ষনে বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মহসীন আলী বলেন, চার দলীয় জোট সরকারের সময়ে সরকার অদক্ষতার কারনে দেশ জাতী তথ্য প্রযুক্তি থেকে পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে থ্রিজি সেবা চালু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top