সকল মেনু

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ২৭ এপ্রিল : দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-ওন পদত্যাগ করেছেন। ফেরি দুর্ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি।

রোববার সকালে দেশটির রাজধানী সিউলে এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন চাং হং-ওন। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ফেরি দুর্ঘটনার দায় আমার।

উল্লেখ্য, ১৬ এপ্রিল ৪৭৬ জন যাত্রী নিয়ে ফেরি ডুবির ঘটনা ঘটে সিউলে। যাত্রীদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী এবং শিক্ষক ছিলেন।

এ ঘটনা বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। অবশেষে উদ্ধার তৎপরতা শেষে দুর্ঘটনার জন্য সরকারের এবং নিজের ঘাড়ে দায় নিয়ে পদত্যাগ  করলেন চাং হং।

তথ্যসূত্র : বিবিসি ও আলজাজিরা অনলাইন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top