সকল মেনু

চেন্নাই ও হায়দরাবাদের জয়;খেলার একটি মুহূর্ত

 ক্রীড়া ডেস্ক, ঢাকা, ২৬ এপ্রিল : আইপিএলে এখনো জয়ের মুখ দেখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

তিনটি ম্যাচের ৩টিতেই পরাজয়ের স্বাদ নিতে হয়েছে রোহিত শর্মাদের।

শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তারা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে মাত্র ১৪১ রান জমা করে মুম্বাই। সর্বোচ্চ ৫০ রান আসে রোহিত শর্মার ব্যাট থেকে।

জবাবে চেন্নাই সুপার কিংস ৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।

নিউজিল্যান্ড দলের অধিনায়ক এদিন ব্যাট হাতে ৭১ রান করেন। ৫৩ বলে ৮ চার  ও ২ ছয়ে এইনিংস খেলেন ম্যাককালাম। এর আগে দিল্লি ও হায়দরাবাদের হাইস্কোরিং ম্যাচে ৪ রানে জয় পায় হায়দরাবাদ। আগে ব্যাটিং করে হায়দরাবাদ ১ উইকেটে ১৮৪ রান জমা করে। দলীয় ৫৬ রানে শেখর ধাওয়ান (৩৩) বিদায় নিলে দ্বিতীয় উইকেটে ফিঞ্চ ও ওয়ার্নার ১২৮ রানের জুটি গড়ে। ফিঞ্চ ৮৮ ও ওয়ার্নার ৫৮ রান করেন। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮০ রানে আটকে যায় দিল্লির ইনিংস। ওপেনার ডি কক ও বিজয় ৯৯ রানের জুটি গড়লেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের স্বাদ নিতে হয় দিল্লিকে।

দক্ষিণ আফ্রিকার পেসার ডেইল স্টেইন ৩৩ রানে ২ উইকেট নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top