সকল মেনু

যুক্তরাজ্যকে ‘খ্রিষ্টান দেশ’ বললেন ক্যামেরন

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ২১ এপ্রিল :  যুক্তরাজ্যকে ‘খ্রিষ্টান দেশ’ হিসেবে উল্লেখ করলেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে এ ধরনের উল্লেখের পর উদারপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ক্যামেরন তার বক্তব্যে বলেন, আমি দেখতে চাই ব্রিটিশরা ধর্মের ব্যাপারে আরো বেশি ভূমিকা রাখছেন। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্রিটেনের প্রভাবশালী ৫০ জন বুদ্ধিজীবী ক্যামেরনের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন। তাতে ক্যামেরনের বক্তব্যের বিরোধিতা করেছেন তারা।

ক্যামেরন এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইংল্যান্ডের চার্চের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, দেশটিতে খ্রিষ্ট ধর্মানুসারীদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। গত ১০ বছরে যুক্তরাজ্যে ৪১ লাখ খ্রিষ্ট ধর্মানুসারী কমে গেছে।

ওই প্রতিবেদনে আরো দেখা গেছে, যুক্তরাজ্যের ২৫ বছরের কম বয়সী তরুণদের ৩২ শতাংশ ধর্মে বিশ্বাস করেন না।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top