সকল মেনু

কর্নেল (অব.) মো. আব্দুল কাদের এর কবিতা;প্রজন্ম-৭১

 
সাহিত্য ডেস্ক:
আমার বাবার স্বপ্নের স্বাধীনতার
ডায়েরি, আমার বুকের লাইব্রেরিতে
অতি যত্ন করে রাখা। কারণ
যেদিন বাবা শিখেছে, সেদিন মা
শুধু ভেজা চোখে হাত উঁচিয়ে আমার
দেশের পতাকাকে দেখিয়েছে।
প্রথম বাবার ডাক শুনতে মা শুনিয়েছে
পুরোনো একটি টেপরেরর্ডের
হৃদয় ছোঁয়া সবুজের গন্ধে ভরা একরাশ তরঙ্গ।
শৈশব কৈশোর পেরুতে পেরুতে
কতোই-না খুঁজেছি তাকে বধ্যভূমি ঘুরে।
সময়ের আরো সিঁড়ি পেরিয়ে জাদুঘরের
সকল উন্নত শিরের সম্মুখে দাঁড়িয়ে,
বাবার স্মৃতি কল্পনা করে কতোই-না প্রশ্ন করি :
স্বাধীনতা তোমাকে কত দূরে রেখেছি
এরা, আমাদের নিকট থেকে? আজ
তরঙ্গ রাশিতে শুধুই সুরা কিংবা
লিপষ্টিকের উদ্ভট গন্ধে আর আমিত্বে
ভরা। স্মৃতির সবুজে আর স্বপ্নহরিৎ নেই
ন্যাক্বার চিত্তে আজ চারদিকে যেনো ঘেরা।
আজকের কোনো মঞ্চের ভাষণ নয়, বাবার
টেপরেকর্ডের তরঙ্গই আমার কাছে তাই সেরা।
আমি আজও সেই তরঙ্গের প্রতিধ্বনি শুনি
ঘনবর্ষার বৃষ্টিতে, মায়ের নিভৃত অশ্রুতে
শরতের শিশিরে, স্বাধীন আলোর প্রতিধ্বনিতে.,
স্রোতস্বী পদ্মা, মেঘনা যমুনার তরঙ্গরাশিতে।
পবিত্র মাটির গন্ধ নিয়ে বুকে
মাতৃকার মানচিত্র এঁকে চোখে,
আমার বাবার শ্রেষ্ঠ অর্জন
রক্ষায় আমার জীবনবাজি-পণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top