সকল মেনু

শেখ রাসেলের পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর ভাগ

 ক্রীড়া প্রতিবেদক, ঢাকা, ২১ এপ্রিল : সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী।

শক্তিমত্তায় শেখ রাসেল যোজন যোজন এগিয়ে থাকলেও পূর্ণ তিন পয়েন্ট তারা তুলে নিতে পারেনি। তাদের পয়েন্টে ভাগ বসিয়েছে পুচকে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।

অবশ্য ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যেতে পারত রাসেল। কিন্তু সুযোগটি মিস করেন হাইতিয়ান তারকা প্যাসকাল। ১০ মিনিটের মাথায় মিরোস্লাভের ৩০ গজ দূর থেকে নেয়া দারুণ একটি শট রুখে দেন আবাহনীর গোলরক্ষক।

আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধ শেষ হয়। কিন্তু কোনো গোলের দেখা পায় না কোনো দল। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীর কন্তে গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ৬৬ মিনিটে প্যাসকাল পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।

বাদবাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

এ ড্রয়ের ফলে ১১ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে শেখ রাসেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top