সকল মেনু

বগুড়া মহাস্থান গড়ে- সংস্কৃতি মন্ত্রী

 বগুড়া অফিস ২০-০৪-১৪: বগুড়া মহাস্থানগড় প্রত্ন উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে মহাস্থান গড়কে ধরে রাখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। যাতে ঐতিহ্যের প্রাচীন এই এলাকায় পর্যটকদের আগমন বৃদ্ধি পায়। দেশি-বিদেশী পর্যটকদের আকর্ষণ করতে যা উদ্যোগ নেয়া দরকার সরকার তাই নেবে। প্রকল্প বাস্তবায়নে ১১৫ কোট টাকা ব্যায় বরাদ্দ ধরা হয়েছে।  রোববার বেলা সাড়ে ১২টায় বগুড়া ঐতিহাসিক মহাস্থান গড় প্রতœ এলাকার উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতœতত্ব অধিদপ্তরের মহা-পরিচালক শিরিন আখতার। প্রধান অতিথি ছিলেন,  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্না, নওগাঁ- ৩  আসনের সংসদ সদস্য সেলিম তরফদার, বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস ও বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী আনুষ্ঠানিক ভাবে উন্নয়ন কজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পূবে মন্ত্রী বগুড়ার গোকুলে বেহুলা লক্ষিণদর এর বাসর ঘর পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top