সকল মেনু

মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ

মো:শামছুল আলম লিটন ব্যুারো চীফ: নিরাপত্তা সহ ৭ দফা দাবিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে। এর আগে  ইর্ন্টান চিকিৎসকরা ছাত্র ছাত্রীদের দাবির প্রতি একত্মতা প্রকাশ করে ৩ ঘন্টার প্রতিক কর্মবিরতি পালন করে।বৃহস্পতিবার রাতে কলেজের ছাত্রী নিবাসে চুরির ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা  নিরাপত্তা নিশ্চিত ও চুরির ঘটনায় দায়িদের গ্রেফতার সহ ৭ দফা দাবিতে  শনিবার থেকে আন্দোলন শুরু করে। তারা ক্লাস বর্জন করে প্রথম দিনে মানববন্ধন ও সড়ক অবরোধ সহ বিক্ষোভ করে। আন্দোলনের দ্বিতীয় দিনে ইর্ন্টান চিকিৎসকরা ছাত্র ছাত্রীদের দাবি ও আন্দোলনের প্রতি একত্মতা প্রকাশ করে প্রতিক কর্মবিরতি পালন করে। শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তাদের দাবিবাস্তবায়নের আহবান জানান।  শিক্ষার্থীদের এই সমাবেশে ইর্ন্টান চিকিৎসক নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। এর আগে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কেও বিক্ষোভ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং এ জানান, ক্যাম্পাস ও আবাসিক হলের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। দাবি পুরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন সহ তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top