সকল মেনু

ওয়ালটন বাংলাদেশের শিল্পায়নের মডেল-অর্থ প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম:  অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘ওয়ালটন বাংলাদেশের শিল্পায়নের চমতকার উদাহরণ, মডেল। ওয়ালটন কারখানা দেখে আমি অভিভূত। ওয়ালটন যা করেছে এটি একটি বিস্ময়কর ব্যাপার। এটি নির্নিয়মান বাংলাদেশের প্রতিচ্ছবি‘।প্রতিমন্ত্রী বলেন, ওয়ালটনের উদ্যোক্তাদের মতো অন্যরাও শিল্পস্থাপনে এগিয় আসলে বাংলাদেশে কাঙ্খিত শিল্পবিপ্লব সম্ভব। ওয়ালটনসহ দেশীয় শিল্প উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে সরকার। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে স্বপ্ন দেখছে ওয়ালটন সে স্বপ্ন পূরণে কাজ করছে। বর্তমান সরকার জাতীয় বাজেটে দেশীয় শিল্প বিকাশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।প্রতিমন্ত্রী আজ রবিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ওয়ালটনের মতো আরো কিছু শিল্প উদ্যোক্তা এগিয়ে আসলে আগামি ৪/৫ বছরের মধ্যে বাংলাদেশ জাপান, কোরিয়া, ভারতের মতো শিল্পোন্নত দেশের কাতারে চলে যাবে। তিনি যোগ করেন, ওয়ালটন দেখে মনে হলো, আমরা আধুনিক প্রযুক্তি শিল্পে প্রবেশ করেছি।এর আগে এমএ মান্নান সকাল সাড়ে দশটায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে পৌঁছলে সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান, ওয়ালটনের উর্ধতন কর্মকর্তারা।অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী কারখানায় কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এরপর তাকে ওয়ালটন কারখানা এবং ওয়ালটনের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে সম্যক অবহিত করা হয়। পরে প্রতিমন্ত্রী প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার এবং ওয়ালটনের বিভিন্ন উতপাদন ইউনিট সরেজমিন পরিদর্শন করেন।পরিদর্শন শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ওয়ালটন পণ্য উতপাদনের বিভিন্ন পর্যায়ে কঠোর মান নিয়ন্ত্র্র্ণের প্রশংসা করেন। তিনি ফ্রিজ, টিভি, এসি ও মোটরসাইকেলের মতো প্রযুক্তি পণ্য উতপাদনে ওয়ালটনের সফলতাকে দেশের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।প্রতিমন্ত্রী ওয়ালটনের প্রকৌশলীদের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। প্রযুক্তি পণ্য উতপাদনে শ্রমিকদের দক্ষতা ও কর্মপরিবেশে সন্তোষ প্রকাশ করেন।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের বিভিন্ন বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, আবুল বাশার হাওলাদার, এমদাদুল হক সরকার ও হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর কর্নেল (অব.) এম এ কাদের, এডিশনাল ডিরেক্টর আলমগীর আলম সরকার, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইউসুফ আলী প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top