সকল মেনু

কোঁটচাদপুরে ইউপি সদস্য আটক নিয়ে পুলিশের লুকোচুরি

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রাম থেকে শুক্রবার দুপুরে হাফেজ আবুল কালাম নামে এক ইউপি সদস্যকে সাদা পোষাকের অস্ত্রধারী লোকেরা তুলে নিয়ে গেছে। অপহৃত আবুল কালাম কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য ও একই উপজেলার বলাবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আবুল কালামের ছেলে হাফিজুর রহমান জানান, একটি নীল রংয়ের মাইক্রোবাসে তার পিতাকে পুলিশ তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান কোটচাঁদপুর থানার এসআই মিজানুর রহমান এই অভিযানের নেতৃত্ব দেন। উপস্থিত লোকজন এসআই মিজানকে চিনেছেন বলে সংবাদ কর্মীদের জানান। তবে এসআই মিজান সাংবাদিকদের বলেছেন শুক্রবার তিনি কোন অভিযানে যান নি। আবুল কালামের পারিবারিক সুত্রে বলা হয় সাদা পোষাকের পুলিশরাই হাফেজ কালামকে তুলে নিয়ে কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া পুলিশ ফাড়িতে আটকে রাখে। খবর পেয়ে দুজন সাংবাদিক গুড়পাড়া পুলিশ ফাড়িতে কালামের ছবি তুলতে গেলে তাদেরকে মারধরার করতে উদ্যোত হয় পুলিশ সদস্যরা। বেগতিক দেখে সেখান থেকে দুপুরে ঢাকা মেট্রো গ ১১-২২৩১ নাম্বারের একটি মাইক্রোবাসে তুলে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান পিপিএম ও সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম দিনভর সাংবাদিকদের কোন মোবাইল রিসিভ করেননি। একজন ইউপি সদস্যকে আটকের পর তাকে আদালতে হাজির কিংবা জনসমক্ষে রাখার ক্ষেত্রে পুলিশের এই লুকোচুরির ঘটনায় সবাই হতবাক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top