সকল মেনু

কোটালীপাড়ায় শেষ হলো ৪দিন ব্যাপী সিন্ধান্তবাড়ীর মেলা

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি: ঢাক বাজনা,ঊলুধ্বনি,ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো ৪ দিন ব্যাপী গোপালগঞ্জের কোটালীপাড়ার ঐতিহ্যবাহী সিন্ধান্তবাড়ীর মেলা।গত সোমবার বান ফোড়ানোর মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়ে বৃহস্পতিবার মহোৎসবের মধ্যে দিয়ে শেষ হয়।৪ দিন ব্যাপী এই মেলার প্রধান আর্কষন ছিল চড়ক পূঁজা ।এই চড়ক পূঁজা দেখার জন্য কোটালীপাড়া ও এর আশ পাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত হয়।
ঐতিহ্যবাহী সিন্ধান্তবাড়ী শ্রীশ্রী বুড়া ঠাকুর (শিব) মন্দিরের সেবাইত গৌরাঙ্গ লাল দাস বলেন, প্রায় ৪শত বছর ধরে এখানে চৈত্র সংক্রান্তির দিনে মেলা শুরু হয়ে, ৪ দিন চলে।এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার দোকান বসে।এই মেলায় সব ধর্মের লোকই আসে।এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top