সকল মেনু

সব জীর্ণতা ধুয়ে মুছে নতুন বছর শুরু-প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ১৪ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরোনো বছরের সব জীর্ণতা ধুয়ে মুছে নতুন বছর শুরু হয়েছে। নতুন বছর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে। সবার জীবন সুন্দর হয়ে উঠবে-এই কামনা করি। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

সোমবার বিকেলে আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গণভবনে যান। এ সময় প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং তাদেরও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান দেশবাসীকেও।

প্রধানমন্ত্রী বলেন, যতই দিন যাচ্ছে নববর্ষ উৎসবের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই মানুষ নিরাপদে এ উৎসব পালন করুক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। দেশের মানুষের পাশাপাশি প্রবাসে অবস্থারত বাঙালিদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, এইচ টি ইমাম, মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক  উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top