সকল মেনু

মৌলভীবাজারে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত

 মৌলভীবাজার  প্রতিনিধি: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উৎসব সকাল থেকে শুরু হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল আবাহন,বর্ণাঢ্য শোভাযাত্রা,খাবার পরিবেশন,আলাচনাসভা,কারাগার হাসপাতালে উন্নত খাবার পরিবেশন ইত্যাদি। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকাল সাড়ে ৭ঘটিকায় আবাহণ সঙ্গিতের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমী,শিশুএকাডেমী পাবলিক লাইব্রেরি,ইসলামী ফাউন্ডেশন, হামদর্দ সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্কুল এবং কলেজ এর নানা বয়সী মানুষ রং বেরঙের পোষাক পরে বর্নিল সাজে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেয়। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গন থেকে শোভাযাত্রার বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। নতুন বছরকে বরণ করতে পৃথক ভাবে জেলা প্রশাসন,পৌরসভা সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন দিনব্যাপী অনুষ্ঠান পালন করছে। জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম,পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ,জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন,শিশু একাডেমী, শিল্পকলা একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ সঙ্গিত পরিবেশন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top