সকল মেনু

সাকলাইন পাকিস্তানের কোচ হতে আগ্রহী

 ক্রীড়া ডেস্ক, ঢাকা, ১৩ এপ্রিল : পাকিস্তানের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন সাকলাইন মুশতাক। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কাজ করার জন্য পিসিবি বর্তমানে সাকলাইনের একসময়ের সতীর্থ লেগ স্পিনার মুশতাক আহমেদের সঙ্গে আলোচনা করছেন।

বিষয়টি স্বীকার করে পিসিবির এক কর্মকর্তা  বলেন, ‘কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন সাকলাইন। পিসিবির কাছে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন। পাকিস্তানের একজন গ্রেট বোলার ছিলেন তিনি এবং এখন তিনি তার কোচিং দিয়ে দেশকে সাহায্য করতে চান। সংক্ষিপ্ত সময়ের চুক্তিতে তিনি নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কাজ করেছেন এবং এসব দলের স্পিনারদের তিনি যথেষ্ট উন্নতি সাধন করেছেন।’

প্রাক্তন অফ স্পিনার  পাকিস্তানের হয়ে ৪৯টি টেস্ট ও ১৬৯টি ওয়ানডে খেলে ২০৮ এবং ২৮৮ উইকেট শিকার করেছেন।

সূত্র : ইন্টারনেট

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top