সকল মেনু

নববর্ষ বয়ে আনবে অনাবিল আনন্দ : প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৩ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নববর্ষ সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি জোগাবে। আগামীকাল পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রোববার এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলা নববর্ষ ১৪২১ জরা ও গ্লানি মুছে দিয়ে বাঙালির জীবনে সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে।

শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। আমরা নববর্ষকে আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে।’

তিনি আরো বলেন, ‘নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে তাই বাংলা নববর্ষ প্রতিবছর নতুনরূপে হাজির হয়।’

প্রধানমন্ত্রী বলেন, পয়লা বৈশাখের আগে চৈত্রসংক্রান্তি থেকেই দেশের নানা স্থানে শুরু হয় বৈশাখী মেলা, হাট, আড়ংসহ নানা আয়োজন, যা বিনোদনের পাশাপাশি দেশের অর্থনীতিতে আনে নতুন গতি।

তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয়তাবোধ ও চেতনাকে শানিত করে। বর্ষবরণের উৎসবে এ চেতনাকে নস্যাৎ করার জন্য স্বাধীনতার আগে ও পরে বহু ষড়যন্ত্র হয়েছে। আঘাত করা হয়েছে বারবার। বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তির কোনো অপচেষ্টাই সফল হয়নি।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘পয়লা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্তাকে আরো বিকশিত এবং আমাদের আরো ঐক্যবদ্ধ করবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top