সকল মেনু

প্রেম প্রতারণা; ৬ আসামি আট দিনের রিমান্ডে

 আদালত প্রতিবেদক: ভুয়া ডিবি পুলিশে সেজে প্রেমের প্রতারণা করার অভিযোগে রাজধানীর মিরপুর থানার পৃথক দুই মামলায় ৬ আসামিকে ৮ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি’র এসআই আবুল বাশার আসমিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দুই মামলায় ২০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিরা হলেন, ভুয়া ডিবি’র এসি আবু তালেব, ভুয়া ডিবি ইন্সপেক্টর মো. আজাহার উদ্দিন খান, ভুয়া ডিবি’র সাব-ইন্সপেক্টর মোস্তফা, ভুয়া সাংবাদিক শামীম সিকদার, প্রতারক প্রেমিকা দোলা আক্তার ও তার খালা সালমা বেগম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম  মাহবুবুর রহমান আসমিদের এক মামলায় ৪দিন করে দুই মামলায় মোট ৮ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এরআগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মিরপুর থানার মধ্য পাইকপাড়া এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, হ্যান্ডকাপ ও একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়।মামলার নথি সুত্রে জানাগেছে, ২০১৩ সালের ২৬ আগস্ট মিরপুর বিআরটিএ’র সামনে থেকে লন্ডন প্রবাসী এক ব্যবসায়ীকে প্রতারক প্রেমিকা দোলা আক্তার প্রেমের প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে দোলার সঙ্গে আপত্তিকর ছবি তুলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অন্য আসামিরা মিলে তার কাছ থেকে ২৪ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। এরপরে গত ২০ ফেব্রুয়ারি একই ভাবে সরকারি এক উচ্চপদস্থ কর্মকর্তাকে প্রতারক প্রেমিকা দোলার মাধ্যমে প্রলোভন দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায় করে আসমিরা। গ্রেফতারকৃতদের মধ্যে আজাহার নিজেকে ডিবি ইন্সপেক্টর, মোস্তফা সাব-ইন্সপেক্টর, আবু তালেব নিজেকে পুলিশের এসি এবং শামিম শিকদার নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top