সকল মেনু

বেসিক ব্যাংকের শত শত কোটি টাকার খেলাপি ঋণ

ঢাকা, ৯ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : রাষ্ট্রীয় খাতের বেসিক ব্যাংকের ঋণখেলাপির অনেকেই অন্য ব্যাংকের ঋণ পরিশোধ করেছেন ঠিকই; কিন্তু বেসিকের ঋণ পরিশোধ করেননি। এভাবে বেসিক ব্যাংকের শত শত কোটি টাকার খেলাপি ঋণ সৃষ্টি হয়েছে। ব্যাংক অবশ্য কৌশলে অনেককেই আবার সুদ মওকুফ সুবিধা দিয়ে ঋণ পুনঃতফসিল করেছে।

গত সেপ্টেম্বর শেষে বেসিক ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়ায় এক হাজার ৮৬৩ কোটি টাকা। তারা প্রায় দেড় হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিল করলেও ডিসেম্বরে এর পরিমাণ দাঁড়ায় এক হাজার ৫৩২ কোটি টাকা।

এদিকে, বেসিক ব্যাংকের সার্বিক অনিয়মের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়। ব্যাংকটির ওপর এ পর্যন্ত উঠে আসা সব অনিয়মের প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের মতামতসহ পাঠাতে বলা হয়েছে।

নিরীক্ষায় দেখা যায়, অনিয়মিতভাবে মেয়াদি ঋণ মঞ্জুরের মাধ্যমে অন্য ব্যাংকের খেলাপি ঋণের দায় সমন্বয়, সিআইবি ছাড়পত্র ছাড়া ঋণ প্রদান, প্রয়োজনীয় ডাউনপেমেন্ট ছাড়া ঋণ পুনঃতফসিল, নিয়ম ভেঙে সুদ মওকুফসহ নানা গুরুতর অনিয়ম ঘটে। অন্য ব্যাংকে খেলাপি হয়ে পড়া বেশ কিছু প্রতিষ্ঠানের দায় শোধ করার জন্য বেসিক ব্যাংক ভালোভাবে যাচাই-বাছাই ছাড়া ঋণ দিয়েছে।

সূত্র: দৈনিক সমকাল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top