সকল মেনু

ঐশীসহ চারজনকে আসামি করে অভিযোগপত্র গ্রহণ

ঢাকা, ৮ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানসহ চারজনকে আসামি করে দুটি অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করার নির্দেশ দেন। এর আগে ৯ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু আল খায়ের মাতুব্বর এই পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।

একটি অভিযোগপত্রে ঐশীর সঙ্গে তার বন্ধু আসাদুজ্জান জনি ও মিজানুর রহমান রনিকে আসামি করা হয়েছে। অন্যদিকে হত্যাকান্ডে সহযোগিতার অভিযোগে গৃহকর্মী খাদিজা খাতুন সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর আদালতে বিচারের সুপারিশ করে আলাদা অভিযোগপত্র।

এই মামলায় ৫৭ জনকে সাক্ষী করা হয়েছে। আর ৮টি জব্দ তালিকায় প্রায় ৮০ প্রকার আলামত জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top