সকল মেনু

বিশ্বস্বাস্থ্য দিবস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৭ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : বিশ্বস্বাস্থ্য দিবসের কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও-কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

এবারের বিশ্বস্বাস্থ্য দিবসের প্রধান অনুষ্ঠান পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম দেশের প্রান্তিক এ জেলায় একটি জাতীয় অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।

প্রতিবছর ৭ এপ্রিল বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিশ্বস্বাস্থ্য দিবস উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্বস্বাস্থ্য দিবস-২০১৪ উদযাপন করা হয়। এবারের বিশ্বস্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘মশা-মাছি দূরে রাখি: রোগবালাই মুক্ত থাকি’।

দিবসটিতে সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top