সকল মেনু

প্রথম সচিব সভা চলছে

ঢাকা, ৭ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : বর্তমান সরকারের প্রথম সচিব সভা চলছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সোমবার দুপুর সাড়ে ১২ টায় এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করছেন।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, সভার শুরুতে সূচনা বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের উদ্দেশ্যে দিকদির্দেশনামূলক বক্তব্য দেন। সচিবরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে বক্তব্য তুলে ধরছেন বলে জানা গেছে। এ সভায় ৭০ জন সচিব অংশ নিচ্ছেন।

সূত্র আরো জানায়, সরকারের আগের ৫ বছরে অগ্রাধিকারমূলক কিছু প্রকল্প, আইন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মন্ত্রণালয়ের অগ্রগতির প্রতিবেদন, সামরিক সরকারের সময়ে জারি হওয়া বিভিন্ন অধ্যাদেশগুলোর মধ্যে প্রয়োজনীয়গুলো আইনে পরিণত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top