সকল মেনু

জামিন পেলেন ফখরুল, মুক্তিতে বাধা নেই

ঢাকা, ৭ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : রমনা থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।

সগীর হোসেন লিওন জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা সকল মামলায় তিনি জামিন পেয়েছেন। এ জন্য তার মুক্তিতে আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাতে মালিবাগ চৌধুরীপাড়ায় বাসে ককটেল নিক্ষেপে একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সালাহ উদ্দিন আহমদসহ শীর্ষ নেতাদের হুকুমের আসামি করা হয়। মির্জা ফখরুল বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top