সকল মেনু

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ

ঢাকা, ৬ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সোশ্যাল ইম্পেরেটিভের সমীক্ষায় সামাজিক অগ্রগতির সূচকে নেপাল ও ভারতকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

রোববার আওয়ামী লীগ নিজস্ব অফিসিয়াল ফেসবুকে এরকম একটি পোস্ট দিয়ে বাংলাদেশের এই সাফল্য তুলে ধরেছে।

তাতে বলা হয়েছে নেপাল ১০১, ভারত ১০২তম স্থান পেয়ে বাংলাদেশ (৯৯তম) থেকে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কা এগিয়ে আছে ৮৫তম স্থান নিয়ে। দক্ষিণ এশিয়ার মধ্যে ১২৪তম অবস্থান নিয়ে সর্বনিম্নে রয়েছে পাকিস্তানের নাম।

সামাজিক অগ্রগতির সূচকে যেসব বিষয় বিবেচনা করা হয়, সেগুলো হলো: শিক্ষা, স্বাস্থ্য, পয়ো:নিষ্কাশন, আশ্রয়, ব্যক্তিগত নিরাপত্তা, তথ্য পাওয়ার অধিকার, সামাজিক সষ্ণুতা ও সম্পৃক্ততা।

সামাজিক অগ্রগতির সূচকে বাংলাদেশ শিশুমৃত্যুর হার হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, মাধ্যমিক স্কুলে ছেলেমেয়েদের সংখ্যা সাম্য, পয়ো:নিষ্কাশন সুবিধা, বাল্যবিবাহ, মানব পাচার রোধ ইত্যাদিতে প্রতিবেশী ভারত ও নেপালের থেকে এগিয়ে আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top