সকল মেনু

নোয়াখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

ঢাকা, ৫ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় র‌্যাব সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছে। নিহতরা হলো- জাবেদ (২৮) ও সুমন (২৫)। শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের উত্তর উড়িরচরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা জলদস্যু জাসু বাহিনীর সদস্য বলে দাবি করেছে র‌্যাব।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম উড়িরচরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান শাহাদাত হোসেন ওরফে জাসু মারা যায়।

জানা যায়, জলদস্যু দমনে গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান চলছিল। অভিযানের একপর্যায়ে ভোর সাড়ে ৪টার দিকে উত্তর উড়িরচর এলাকায় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে জলদস্যুরা গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পরে গোলাগুলি বন্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ এবং বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top