সকল মেনু

স্কাউটদের সমৃদ্ধ দেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা, ৫ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : সমৃদ্ধ দেশ গড়তে স্কাউটদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ভবিষ্যতে দেশের হাল তাদেরই ধরতে হবে। তাই শিক্ষা ও সততার সমন্বয়ে স্কাউটদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

শনিবার সকালে কালিয়াকৈরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আট দিনব্যাপী নবম বাংলাদেশ স্কাউট জাম্বুরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্কাউট সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকে। এ ছাড়া বৃক্ষরোপণ, স্যানিটেশন, স্বাস্থ্যশিক্ষা ও পরিবেশ সচেতনতায় স্কাউটদের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রকে আন্তর্জাতিক পর্যায়ে ট্রেনিং কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আর এ লক্ষ্য সরকার কাজ করে যাচ্ছে।’

স্কাউট জাম্বুরির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবদুল করিম। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, সচিবরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top