সকল মেনু

চীনে ভূমিকম্প, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪

আন্তর্জাতিক ডেস্ক, ৫ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : চীনের দক্ষিণ-পশ্চিমে শনিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ বিষয়টি জানার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সিচুয়ানের সীমান্তবর্তী ইউনান প্রদেশে শনিবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৬ কিলোমিটার গভীরে। ইয়ংশান কাউন্টির ঙিলোদু শহর থেকে ৭ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চায়না আর্থকুয়াক নেটওয়ার্কস সেন্টারের তথ্য মতে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

সিনহুয়া আরো জানায়, সকাল ৬টা ৪০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের কারণে লোকজন ঘুম থেকে জেগে ওঠে এবং ঘরের বাইরে চলে আসে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, অনেক জোরে ভূকম্পন অনুভূত হলেও এটি বেশিক্ষণ স্থায়ী ছিল না।

ইয়ংশান প্রচারণা কর্মকর্তা সিনহুয়াকে বলেন, ভূমিকম্পের ঘটনায় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি জানার চেষ্টা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top