সকল মেনু

চাঁদপুরে শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর দিবস পালন

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে মুক্তিযুদ্ধের প্রথম চার শহীদ কালাম-কালেক-সুশীল- শংকর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৮টায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাক রোডস্থ পোদ্দার বাড়ি সামনে নির্মিত মুক্তিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।  দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির চাঁদপুরের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব অ্যাডঃ ফজলুল হক সরকার। মুক্তিসৌধে শ্রদ্ধা নিবেদন করে কালাম-খালেক-সুশীল -শংকর স্মৃতিসংসদ, উদীচি শিল্পী গোষ্ঠী চাঁদপুর জেলা, বাসদ, ছাত্র ইউনিয়ন ও আবর্তন বাংলা বিভাগ। শ্রদ্ধাঞ্জলির পর সংক্ষিপ্ত আলোচনা সভায় শহীদ কালাম-খালেক-সুশীল শংকর স্মৃতিসংসদের আহবায়ক অ্যাডঃ বিনয় ভূষন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, সিপিবি নারী নেত্রী মনিষা চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সদস্য সচিব অজিত সাহা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া জীবন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top