সকল মেনু

বেশি দুর্নীতি বর্তমান প্রধান বিচারপতির আমলেই হয়েছে : মাহবুব

ঢাকা, ৩ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের আমলে সুপ্রিম কোর্টে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার বারের ২০১৪-১৫ বর্ষের নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্ট বারের সম্পাদক উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘কিছুদিন আগে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনাকালে বলেছিলাম, আপনার আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। মাননীয় বিচারপতি আমাকে জিজ্ঞাসা করেন, কিভাবে? আমি বলেছিলাম, আগে সেকশনে কোন মামলা ফাইলিং করতে পাঁচশ টাকা লাগতো, এখন সেখানে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাগে। মামলা লিস্টে আনতে বা দ্রুত করতে পাঁচ থেকে পনের হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।’

খোকন অভিযোগ করেন, ‘এসব দুর্নীতির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। এটা অন্য কোন উদ্দেশ্যে করা হচ্ছে কি না তাও জানি না। এসব কারণে বিচার প্রার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন।’

কমিটির নবনির্বাচিত সভাপতি, সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘আমি এর আগেও দুবার সভাপতি ছিলাম। আগে যা করা হয়নি, তা এবার করার চেষ্টা করবো।’

বিচারপতিদের উদ্দেশে তিনি বলেন, ‘ন্যায় বিচার ও দেশের স্বার্থে যদি কাজ করেন তাহলে সুসম্পর্ক থাকবে। আর না করলে সম্পর্ক থাকবে না।’

‘বর্তমানে হাইকোর্টের ৪৫ বিচারপতিকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে’ উল্লেখ করে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বলেন, ‘দেশে প্রায় ২৬ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। মামলা নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে যেখানে বেঞ্চ বৃদ্ধি করবে সেখানে ৪৫ জনকে অকেজো করে রাখা হয়েছে।’

‘মামলা নিষ্পত্তির লক্ষ্যে সরকারের চমকপ্রদ সান্ধ্যকালীন আদালত পদ্ধতি চলবে না’ উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, ‘আদালত ও দক্ষ বিচারকের সংখ্যা বাড়িয়ে মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।’

তিনি বলেন, গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকবে না। তাই সবাইকে গণতন্ত্রের জন্য এক হয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে দলীয় কোন বিষয় ভাবলে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত করায় বারের সকল সদস্যকে ধন্যবাদ জানান সিনিয়র এ আইনজীবী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৪-১৫ মেয়াদের নির্বাচনে বিজয়ীরা বৃহস্পতিবার বিকালে দায়িত্ব গ্রহণ করেন। এতে সভাপতি পদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন পদে ১৪ জন দায়িত্ব গ্রহণ করেন।

নতুন কমিটিকে বিদায়ী কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট মো. নূর হোসেনসহ বিদায়ী কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top