সকল মেনু

ইসি সরকারের আজ্ঞাবহ ভূমিকা পালন করেছে : সালাহ উদ্দিন

ঢাকা, ৩ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) উপজেলা নির্বাচনে সরকারের আজ্ঞাবহ ভূমিকা পালন করেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে জনগণ, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সমাজসহ কারোরই সমালোচনা বিবেচ্য বিষয় ছিল না।

জনগণ ভেবেছিল উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সঠিক হবে। কিন্তু তাদের সে আশা নিরাশায় পরিণত হয়েছে।

নির্বাচন কমিশন এবং সরকার উপজেলা নির্বাচনের প্রতিটি ধাপে আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় রেখে এবং সরকারদলীয় প্রার্থীদের নির্বাচনে জয়ী করতে নির্লজ্জ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top