সকল মেনু

মির্জা আব্বাস ও আব্দুস সালামের ৪ মামলায় জামিন

ঢাকা, ২ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : রাজধানীর রমনা ও শাহবাগ থানার চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চ এই জামিন মঞ্জুুর করেন।

এর আগে ১৬ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের পৃথক ৩ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত।

এই ৩ মামলায় গত ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে। ৯ মার্চ আপিল বিভাগ লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top