সকল মেনু

১৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ঢাকা, ২ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা ক্যাম্পে আটককৃত ১৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার সন্ধ্যায় ভোমরা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি জানায়, এসব বাংলাদেশি মঙ্গলবার ভোরে অবৈধভাবে ভোমরা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলো নীলকান্ত, তাসলিমা, আমেনা, ফিরোজা, বিকাশ, হালিমা প্রমুখ। আটককৃতদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top