সকল মেনু

প্রতিবন্ধীদের প্রশিক্ষণে ক্রীড়া কমপ্লেক্স করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা, ২ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের প্রশিক্ষণের জন্য ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে।

বুধবার অটিজম দিবসের কর্মসূচি উদ্বোধনের সময় দেওয়া ভাষণে তিনি একথা জানান।

তিনি আরো বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য ইতিমধ্যে ফাউন্ডেশন গড়ে তুলেছে সরকার। তাদের জন্য ভাতার ব্যবস্থাও করেছে।

তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়ন তথ্যকেন্দ্রে প্রতিবন্ধীদের জন্য একটি আলাদা উইন্ডো খোলা হচ্ছে, যাতে করে গ্রামের প্রতিবন্ধীরাও তাদের অধিকার ও সুযোগগুলো গ্রহণ করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য সেবা সম্প্রসারণ করা হবে। মায়েদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। দৃষ্টি প্রতিবন্ধীদেরকে শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

দৃষ্টি প্রতিবন্ধীরা স্পেশাল অলিম্পিকে স্বর্ণ অর্জন করে। ফলে তাদের খেলাধুলার জন্য প্রশিক্ষণকেন্দ্র দরকার। সাভারে এ জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এখানে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এ ছাড়া সমাজের মূল স্রোতের সঙ্গে তাদের চলতে সহায়তার জন্য যাবতীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top