সকল মেনু

স্বাধীনতাবিরোধীদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে : ইনু

ঢাকা, ৩১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : স্বাধীনতার মূল চেতনাই ছিল নারী-পুরুষের সমতা বিধান করা। একটি শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করা।

কিন্তু যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই সমাজে নারী-পুরুষের সমতা চায় না। তাই তাদের এ দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। তারা প্রগতি চায় না।

সোমবার সকালে রাজধানীর পল্টন ময়দানে স্বাধীনতা কাপ খো খো টুর্নামেন্টের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,  শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও বিনোদনে বিশ্বাসী বর্তমান সরকার। এর মাধ্যমে সমাজে বৈষম্য দূর হয়। এতে নারী-পুরুষের সমতা বিধান সম্ভব হয়। তাই সবাইকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে।

তিনি বলেন, ‘পুরুষের পাশাপাশি আমাদের নারীরাও এখন অনেক অগ্রসর। অগ্রসরের এ ধারাকে এগিয়ে নিতে হবে। তা না হলে এ দেশে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না ।’

ফেডারেশনের সভাপতি ও সচিব শফিক আলম মেহেদীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top