সকল মেনু

মে মাসেই মিশরের প্রেসিডেন্ট নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক, ৩০ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার তারিখ ঘোষণা করা হয়েছে।

রোববার দেশটির নির্বাচন কমিশন আগামী ২৬ ও ২৭ মে প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তাহ আল সিসি পদত্যাগ করার ৪ দিন পরই দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিল।

দেশটির রাষ্ট্রীয় চ্যানেলে বলা হয়, সোমবার থেকে শুরু করে আগামী ২০ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ গ্রহণ করবে নির্বাচন কমিশন।

তবে এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবদী সদ্য পদত্যাগ করা সেনাপ্রধান সিসি। দেশটির বৃহৎ রাজনৈতিক দল ব্রাদারহুড নিষিদ্ধ থাকায় তার জন্য এটা সহজ হবে। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বামপন্থী রাজনীতিবিদ হামাদিন সাবাহি। যিনি ২০১২ সালের নির্বাচনে তৃতীয়স্থান অর্জন করেছিলেন। সূত্র : আলজাজিরা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top