সকল মেনু

প্রতিবন্ধীদের জন্য গাড়ি

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ৩০ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ঠাকুরগাওয়ের জাহাঙ্গীর আলম যুগের সাথে তাল মিলিয়ে প্রতিবন্ধীদের চলাচল সুবিধার জন্য অল্প খরচেই গাড়ি তৈরী করেছে। পৌর শহরের ইসলাম নগর খানকা শরীফ এলাকায় তার বাড়ি। সে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের কৃতি ছাত্র।

সম্প্রতি বুয়েটে অনুষ্ঠিত প্রজেক্ট কম্পিটিশনে অংশ গ্রহণ করে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে সে দ্বিতীয় স্থাণ লাভ করে।

জাহাঙ্গীর আলম জানায়, গাড়িটির রাস্তায় অন্যান্য গাড়ির পাশাপাশি চলাচল করতে পারবে খুব সহজেই। এটির চালিত শক্তি হিসেবে ৪৮ ভোল্টের রিচার্জেবল ব্যাটারী শক্তি যোগায়। ব্যাটারী একবার চার্জ করলে ১০০ কিঃ মিঃ পথ বা চার ঘন্টা মত এর চার্জ থাকবে। যে কোন আমদানীকৃত ইলেকট্রিক চেয়ার থেকে এ গাড়িটির খরচ অনেক কম।

এটিকে বানিজ্যিক হিসেবে বাজারজাতের কার্যক্রম হাতে নেয়া যায়। গাড়িটির নির্মাতা জাহাঙ্গীর আলম ও তার সহযোগি বন্ধু সারোয়ার সাহিদী জানায় বানিজ্যিকভাবে এটি ৪০-৫০ হাজার টাকায় বিক্রী করা যাবে।

প্রতিবন্ধীদের নিরাপদ চলাচলে জাহাঙ্গীর আলমের সাফল্য বাংলা মায়ের বুকে আরেক সাফল্যর মাইল ফলক তৈরী হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top