সকল মেনু

অ্যান্ড্রয়েডে ঢুকেপড়ছে ভয়ংকর ড্যান্ড্রয়েড

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ৩০ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ড্যান্ড্রয়েড হচ্ছে মারাত্মক একভাইরাস, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে আক্রান্ত করেঅ্যান্ড্রয়েডের ছদ্মবেশেই।

ড্যান্ড্রয়েড এতটাই সূক্ষ্ম ছদ্মবেশী ভাইরাস যে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সঙ্গে এর অমিল খুঁজে পাওয়া শক্ত। এইভয়ংকর সফটওয়্যারটি ইনস্টল হলে সাইবার দুর্বৃত্তরা দূরে বসেই স্মার্টফোনের নিয়ন্ত্রণ রাখতে পারে।

ড্যান্ড্রয়েড ইনস্টল হলে সাইবার দুর্বৃত্তরা সহজেই কল লগমুছেদেওয়া, কমান্ড পরিবর্তন করেদেওয়া, যেকোনো নম্বরেকল করা বা বার্তা পাঠানো, ওয়েবপেজ খোলা, কল রেকর্ডকরা কিংবা অডিও রেকর্ড, দূরে বসে ছবি বা ভিডিওআপলোড, লাইক দেওয়া কিংবা নতুন অ্যাপ্লিকেশন খোলার মতো কাজ করতে সক্ষমহয়।

তাই উত্স নিশ্চিত না হয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড থেকে বিরত থাকুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top