সকল মেনু

সিএনজি অটোরিকশার ৭২ ঘন্টার ধর্মঘট ১ এপ্রিল থেকে

ঢাকা, ২৯ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : সিএনজি অটোরিকশার ইকোনমিক লাইফের মেয়াদ বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে পূর্বঘোষিত ১, ২ ও ৩ এপ্রিল লাগাতার ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করবে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। এর মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানিয়েছেন তারা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সদস্য সচিব এটিএম নাজমুল হাসান। এ সময় পরিষদের আহ্বায়ক বরকত উল্লাহ ভুলু উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ দাবি করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুপারিশ মোতাবেক সিএনজি অটোরিকশার ইকোনমিক লাইফ ১১ বছর থেকে ১৫ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top