সকল মেনু

রক্ত দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব : প্রধানমন্ত্রী

চাঁদপুর, ২৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২৪ বছরের সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনেছি। এর সুফল আনতেই হবে। এ জন্য প্রয়োজনে বাবার মতো রক্ত দিয়ে এ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করব।’

প্রধানমন্ত্রী শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরে নৌবিহারে এসে জনগণের উদ্দেশে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব নস্যাৎ করতে বিরোধীরা তৎপর রয়েছে। এর আগেও তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। যুদ্ধাপরাধীদের হাতে পতাকা তুলে দিয়েছে। তাদের সবারই বিচার হবে।

তিনি বলেন, স্বাধীনতার চেতনা বুকে লালন করে এ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের আমলে আমরা অনেক উন্নয়ন করেছি, যেন বিশ্বদরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায়। ইনশা আল্লাহ ইতিমধ্যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে গৃহহারা মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমাদের আমলে উপবৃত্তি, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দেওয়া শুরু করেছি। বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আগে নৌপথের অবস্থা বিপন্ন ছিল। আমরা ক্ষমতায় এসে এর  ব্যাপক উন্নয়ন করেছি। নতুন নতুন যানবাহন চালু করেছি। আজকের এ স্টিমার তারই একটি। বাংলাদেশ কীভাবে উন্নত সমৃদ্ধ হয়, সে চেষ্টা করা হচ্ছে।’
এ সময় ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ দীপু মনি এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top