সকল মেনু

লাখো কণ্ঠে সোনার বাংলা গাইলেন চাঁদপুর’র অসংখ্য মানুষ

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: গিনিজ বুকে বিশ্ব রেকর্ড গড়তে ঢাকা জাতীয় প্যারেড স্কয়ারে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা বিভাগ ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে গত ২৬ মার্চ চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টা ২০ মিনিটে একযোগে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাওয়া হয়। জাতীয় সঙ্গীত গাওয়ার পূর্বে অতিথি হিসেবে সংক্ষিপ্ত আলোচনা করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর, সদর সার্কেল সৈকত শাহীন, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শচীন চাকমা ও পৌর মেয়র নাছির উদ্দিন আহাম্মেদ।
রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি রফিক আহমেদ মিন্টু ও সাধারণ সম্পাদক বিমল দে’র পরিচালনায় লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীতে অংশ নেয় চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের শত শত মানুষ। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এ আনন্দের দিনে লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়াকে ঘিরে সবার মাঝে ছিলো অনেক অনেক উৎসাহ উদ্দীপনা। সবাই একসাথে প্রিয় স্বদেশের এ জাতীয় সঙ্গীত একই কণ্ঠে কণ্ঠ মিলাতে যার যার মতো করে সকাল ১১টার বহু আগেই চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় ভরে উঠে। ঘড়ির কাটা যখন ঠিক ১১টা ২০ মিনিট তখন ঢাকা জাতীয় প্যারেড স্কয়ারের সাথে সবাই একই সঙ্গে লাখো কণ্ঠে গাইলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এভাবেই বিশ্ব রেকর্ড গড়তে লাখো কণ্ঠে সোনার বাংলা গাওয়ার সফল সমাপ্তি ঘটে।
এদিকে লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত একযোগে গেয়ে বিশ্ব রেকর্ডে অংশ নিয়েছে চাঁদপুর জেলার বিচ্ছিন্ন অবহেলিত মধ্যচরের মিয়ারবাজারের দেশপ্রেমিক ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের জনতা।
নীলকমল ইউপি চেয়ারম্যান হাজী ইয়াছিন রতনের সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে মধ্যচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষজন এক হয়েছিল জাতীয় সঙ্গীত গাইতে। এ কর্মসুচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন ইউপি চেয়ারম্যান হাজী ইয়াছিন রতন, সচিব বিল্লাল হোসেন সোহাগ, হাইমচর আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বাচ্চু মোল্লা, মেম্বার মিজান সরদার, হাসেম মাল, সুরুজ ছৈয়াল সহ ইউপির অন্যান্য সদস্য, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top