সকল মেনু

লোহাগড়ায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ৪ শিশুসহ আহত ৫

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে আফজাল মাস্টারের বাগানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে চারশিশুসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবহাটী গ্রামের আফজাল মাস্টারের বাগানে একই এলাকার সজল, রাসেলসহ ২০-২৫ জন পশু-পাখি ধরতে যায়। এ সময় সজল একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়। এরপর বোমাটি লাঠি দিয়ে আঘাত করলে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। এতে ৫ জন আহত হয়।
আহতরা হলো লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের বাদশা মোল্যার ছেলে রাসেল মোল্যা (১১), মাজহারুল মোল্যা (১২), ইস্্রাফিল মোল্যার ছেলে জামাল মোল্যা (১২), মতি মোল্যার ছেলে নাজু মোল্যা (১০) ও সোহেল মোল্যা (২৭)।
এ ঘটনার পর লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজ ইকবালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পেছনে ৫টি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই এলাকায় আজ পরিত্যক্ত অবস্থায় বোমাটি বিস্ফোরিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top