সকল মেনু

ঢাকায় আসছেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

ঢাকা, ২৮ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : শুক্রবার ছয় দিনের সফরে ঢাকা আসছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস- প্রেসিডেন্ট ফিলিপ লি হররো।

বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করাই তার এ সফরের উদ্দেশ্য বলে বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানিয়েছে। এর আগে তিনি ২০১৩ সালের জুলাই মাসে ঢাকা সফরে এসেছিলেন।

সফরকালে তিনি কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশালে  বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেন্স জাট, ভাইস প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট কইচি ওমরি, ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান প্রমূখ।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। সফর শেষে ৩ এপ্রিল তিনি ঢাকা ত্যাগ করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top