সকল মেনু

হেলসের শতকে ইংল্যান্ডের জয়

ঢাকা, ২৮ মার্চ, (হটনিউজ২৪বিডি.কম) : টি-টোয়েন্টিতে ১৯০ বা তার বেশি রান করার রেকর্ড ইংল্যান্ডের আছে ১১ বার। এরমধ্যে ৫ বারই করেছে লক্ষ্য তাড়া করতে নেমে।

বৃহস্পতিবার সেই কৃতিত্বকে আরও সমৃদ্ধ করলো ইংলিশরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাহেলা জয়াবর্ধানের ৮৯ রানে ভর করে ১৮৯ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে ইংলিশ ওপেনার হেলসের শতকের উপর ভর করে ৬ উইকেট হাতে রেখে ৪ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

হেলস ৬৪ বলে ১১৬ রান করে দল জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। এজন্য ১১টি চার ও ৬টি ছয় হাকান ডানহাতি এই ওপেনার।

হেলসের সাথে তৃতীয় উইকেটে ৯২ বলে ১৫২ রানের জুটি গড়েে এয়োইন মরগান। মরগান ৩৮ বলে ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয় পেতে সহায়তা করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে জয়াবর্ধনে সর্বোচ্চ ৮৯ রান করেন। এ ছাড়া দিলশান করেন ৫৫ রান।

ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন ক্রিস জর্দান ও ড্যারেনবাচ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top